HealthFlex
×
  • Home
  • Stall Directory
  • About
  • Connect
  • Register Here
মোল্লা এন্টারপ্রাইজ

মোল্লা এন্টারপ্রাইজ

Participant Name: মোল্লা এন্টারপ্রাইজ
Owner’s Name:
Stall Number: 17
Page Link:
BDBakers Official Profile Link: https://www.facebook.com/BDBakers.BTTT/posts/478278326180715

55 & 56 D.N.C. C Katcha Market, Gulshan-1, Dhaka-1212
E-mail: mollahenterprise27@gmail.com, Cell: 01626262625, 01741936070

রেস্টুরেন্ট আর ক্যাটারিং সার্ভিস এর সরবরাহকারী হিসেবে মোল্লা এন্টারপ্রাইজ এর যাত্রা শুরু ১৯৯৭ সাল এ। তারা এই দীর্ঘকাল ধরে কর্পোরেট ও অন্যান্য গ্রাহকদের জন্য ডিসপোজেল প্লেট, গ্লাস ও প্যাকেজিং সিস্টেম এর সেবা প্রদান করে এসেছে। ধীরে ধীরে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার উপর ভিত্তি করে এর পাশাপাশি তাদের পণ্যতালিকায় অন্তর্ভুক্ত হয় বিভিন্ন রকমের বেকিং সরঞ্জামাদি । বছর চারেক আগে তারাই প্রথম বাংলাদেশে কাস্টমাইজড কেক ও কাপকেক বক্স এরও প্রচলন করে কিছু অনলাইন বেকারী বিশেষ করে পুনিজ কিচেনের পৃষ্ঠপোষকতায়। ঢাকা শহরের বাসিন্দাদের জন্য তারা দেশীয় বিভিন্ন সরবরাহকারীদের কাছ থেকে বেকিং এবং কুকিং এর বিভিন্ন রকমের পণ্যের সহজলভ্যতাও নিশ্চিত করে।বর্তমানে তারা ঢাকার সীমানা পেরিয়ে দেশের সর্বত্র তাদের পণ্যের সরবরাহ শুরু করেছে।

২০১৫ এর শেষের দিক থেকে মোল্লা এন্টারপ্রাইজ বিভিন্ন রকমের বে্কিং এর যন্ত্রপাতি, সরঞ্জামাদি, উপকরণ , বিশেষ করে কেক ডেকোরেশান এর জন্য বিশেষায়িত পণ্য নিজেরাই আমদানী করতে শুরু করে। বর্তমানে তাদের পণ্য তালিকায় রয়েছে উইল্টন, রেইনবো ডাস্ট, এমেরিকলর, সুগার ফ্লেয়ার, কালার স্প্ল্যাশ, ইডেবল আর্ট ইত্যাদি নামকরা ব্র্যান্ড এর জেল ও কন্সেনট্রেটেড ফুড কালার, ফ্লোরাল ডাস্ট কালার, লাস্টার ডাস্ট, মেটালিক পেইন্ট ইত্যাদি খাবার যোগ্য রং এর উপকরণ। উন্নতমানের রেডিমেড ফন্ড্যান্ট, ফ্লোরাল পেস্ট, মডেলিং পেস্ট ইত্যাদি পেতেও মোল্লাতে ঢুঁ মারতে পারেন। এছাড়াও মিলবে নানা রকমের ফন্ড্যান্ট ও কুকি কাটার, লেইস মোল্ড, কাপকেক লাইনার, নানা আকৃতির কেক প্যান হরেক রঙ আর আকৃতির এডিবল সুগার পার্ল, নানা রকমের সিলিকন ডিজাইন মোল্ড, ফ্লাওয়ার ও লিফ ভেইনার, কন্টেম্পোরারী সিলিকন কেক ও ডেজার্ট মোল্ড ইত্যাদি অনন্য সব উপকরণ ও সম্প্রতি যোগ হয়েছে মোল্লা এন্টারপ্রাইজের পণ্য তালিকায়। এসব পণ্যের বাইরেও ইংল্যান্ড, ইটালী সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানীকৃত উন্নতমানের কোকো পাউডার, বেকিং চকোলেট, হুইপিং ক্রিম ও হুইপিং ক্রিম পাউডার এসব ও রয়েছে। অদূর ভবিষ্যতে কেক ডেকোরেশান এর যাবতীয় সরঞ্জাম এবং প্রিমিয়াম বেকিং এর বিভিন্ন পরিচিত ব্রান্ড এর পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মোল্লা এন্টারপ্রাইজ। এ প্রসংগে প্রতিষ্ঠানটির বিপণন এবং পণ্য নির্বাচন ব্যবস্থার প্রধান নোমান জানান, ‘’আমরা বেকিং এবং কেক ডেকোরটিং জন্য ওয়ান স্টপ সলিউশান দিতে চাই আমাদের ক্রেতাদের, যাতে করে তারা একই ছাদের নিচে তাদের সমস্ত দরকারী পণ্য খুজে পান।‘’ ক্রেতাদের কাছে সহজে পণ্য পৌছে দেবার জন্য কেক ক্রাফট বিডি (https://www.facebook.com/Cake-Craft-BD-1897744073876913/) নামে একটি সহযোগী অনলাইন পেইজের সাথেও অনেক দিন ধরে কাজ করছে মোল্লা এন্টারপ্রাইজ। তাদের সমস্ত পণ্য এই পেইজের মাধ্যমে এখন অনলাইনে অর্ডার করেও কিনতে পারা যায়।

 

Copyright © BDBakers
Designed & Developed by Proxima Soft