নিজের অর্জিত Handy Craft এর অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রায় প্রয়োগ এবং কেক তৈরির ইচ্ছা থেকেই এই উদ্যোগ | তদুপরি বিভিন্ন দেশে যাত্রার সুযোগে Wilton থেকে Cake Baking উপর উচ্চতর ডিগ্রী গ্রহনের মাধ্যমে পেশাদারিত্ব অর্জন। দুইয়ের সমন্বয়ে ভিন্ন কিছু করার প্রয়াস। আর এই প্রচেষ্টায় সকল সময় সাথে থাকছে আরো দুই জন ৷ অধিকন্তু এই ভালো লাগার একটি সংগত কারন হচ্ছে আমাদের আয়ের একটি নির্ধারিত অংশ ব্যয় হয় আর্তমানবতার কল্যাণে | যা আমাদের অনুপ্রাণিত করে আরো বেশি কিছু করার জন্য | আর এই সব কিছু মিলিয়ে আমরা |