আস্সালামুআলাইকুম,
আমি নাজিয়া হাসান, আমার পেইজ এর নাম : Jeny’s Cake আমি “বাংলাদেশ পর্যটন করপোরশন” থেকে “প্রফেশনাল শেফ কোর্স” করেছি। যা আমার বেকিং ও কুকিং জগতকে সমৃদ্ধ করেছে।
ছোট থেকেই বেকিং এর প্রতি আমার অনেক আগ্রহ ছিল। দিন দিন বেকিং করাটা সব থেকে পছেন্দর কাজ হয়ে উঠল। সব সময় পরিবার ও পছন্দের মানুষ গুলোর জন্যেই বেকিং করেছি। কখনো ভাবিনি এটাকে প্রফেশনালি নিব।
এর পর তিন বছর আগে আমি বেকিং টিপস
পেইজ এ এড হই। এখানে সবার প্রফেশনালি
কাজ দেখে এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী দের পরামর্শে আমারও মনে হয় যে বেকিং নিয়ে প্রফেশনালি কিছু করি, আর সেই থেকে শুরু করি আমার এই অনলাইন বেকারী যার নাম “Jeny’s Cake” আমি সব সময়,
সব থেকে ভাল মানের ingredients ব্যবহার করি। হাইজিন মেনে বিশুদ্ধ, ভেজাল মুক্ত খাবার সবার কাছে পৌছে দেয়াটাই আমার মুল উদ্দেশ্য।
আমি থাকছি Bakers’ Festivel 2020 তে।
সবার সাথে দেখা হবে In sha Allah 🙂😊💓